banner-ad
lakshmipurtimes

অবহেলিত মানুষের পাশে আলোকিত প্রজন্ম


আগস্ট ৩১, ২০১৮, ০২:৫৯ পিএম

নিজস্ব প্রতিনিধি

লক্ষ্মীপুর টাইমস অ - ..... অ+


অবহেলিত মানুষের পাশে আলোকিত প্রজন্ম

ইমো লাইভের মাধ্যমে গড়ে উঠা প্রবাসী স্বেচ্ছাসেবি সংগঠন আলোকিত প্রজন্মের এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। গত (৩০ আগষ্ট) বৃহস্পতিবার সভার সভাপতিত্বে করেন সংগঠনের সদস্য নিলয় হাসান। এতে বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি সৌদী প্রবাসী শামীম খাঁন ও সাধারন সম্পাদক মোঃ এহসানুল হক ফয়সল। ইমো লাইভের মাধ্যমে সভায় দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকা পথ শিশু, অসহায় হত দরিদ্র, বিভিন্ন মসজিদ-মাদ্রাসা ও এতিমখানার উন্নয়নমূলক কাজে অংশ নেয়র সিদান্ত নেয়। এছাড়া সংগঠনের কাজ আরো গতিশীল রাখার প্রত্যয়ে লক্ষ্মীপুর সদর উপজেলার হাওলাদার বাড়ী পাঞ্জাগানা মসজিদের অজুখানা নির্মান ও ঢাকা মেরুল বাড্ডায় এক অসুস্থ মায়ের নিয়মিত চিকিৎসা খরচ চালিয়ে যাবারও সিদ্ধান্ত গ্রহন করা হয়। সভায় সংগঠনটির সাধারণ সম্পাদক মোঃ এহসানুল হক ফয়সল বলেন, সংগঠনটির কাজ আরো দ্রুত এগিযে নিবার লক্ষ্যে সাধারন সম্পাদক মোঃ এহসানুল হক ফয়সাল আরো বলেন, আমরা প্রবাসে থেকে সংগঠনটি লাইভের পরিচালনা করছি। সারা বিশ্বের বিভিন্ন দেশে থাকা ভাই-বোনেরা লাইভের মাধ্যমে সংগঠনের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। আমাদের লক্ষ্য ওইসব অবহেলিত শিশু, নারী, ক্ষুদার্থদের পাশে দাঁড়ানো। যারা অর্থের অভাবে চিকিৎসা পাচ্ছেনা, ক্ষুধা মিটেনা অর্থের অভাবে, যারা সমাজে অবহেলিত। সুতারাং ইমো লাইভের মাধ্যমে গড়া সংগঠনকে আরো বেগবান ও সফলতার সিড়ি তরান্বিত করার জন্য সকলকে একসাথে কাজ করা আহবান জানান তিনি। লাইভ সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য সৌদী প্রবাসী নুর আলম, শিপন, লাকি, নদী, মামুন, ইতালী প্রবাসী শাহ জাহান সহ অন্যরা।

আপনার মন্তব্য লিখুন:অন্যান্য বিভাগ