banner-ad
lakshmipurtimes

বেপরোয়া মটর সাইকেল ড্রাইভিং: প্রয়োজন জনসচেতনতা


জুলাই ১০, ২০১৮, ০৩:৪৩ পিএম

এস এম জাকির হোসাইন

লক্ষ্মীপুর টাইমস অ - ..... অ+


বেপরোয়া মটর সাইকেল ড্রাইভিং: প্রয়োজন জনসচেতনতা

শহরে বন্দরে গ্রাম গঞ্জে সব খানেই এখন অহর অহর দেখা মিলছে মটর সাইকেলের। সময় ওখরচ কমানোর জন্য মানুষ দৈনিক জীবনে মটর সাইকেল ব্যবহার করছে। এবং মটর সাইকেল যেন ছোট বড় সবাইর নিত্য প্রয়োাজনীয় জিনিসের মত হয়ে গেছে। আগের মানুষ হাট বাজারে পায়ে হেঁটে যাতায়ত করতো। আর পরবর্তীতে যাতায়াত ব্যবস্থা উন্নতি হওয়ার ফলে জন সাধারণ রিক্সা ও সাইকেলে যাতায়াত করতেন। আর এখনকার ডিজিটাল যুগে এসে মানুষ সময় ও খরচ বাঁচানোর জন্য বেঁচে নিয়েছে মটর সাইকেল। এখন হাট বাজারে ও দুরে যাতায়াতের জন্য সকল শ্রেণী পেশার মানুষ ব্যবহার করছেন মটর সাইকেল। গ্রাম গঞ্জে শহরে বন্দরে পথে ঘাটে সব খানে বেপরোয়া ভাবে চলছে মটর সাইকেল। মটর সাইকেল চালকের মধ্যে ট্রাফিক আইনের তোয়াক্কা না করে। অধিক গতিতে  (হেলমেট ছাড়া) একে অপরকে ছাড়িয়ে যাওয়ার প্রবনতা দেখা যায়। যার ফলে অধিকাংশ সময় দূর্ঘটনা ঘটেছে। এবং চালক ও পথচারী মারা যাচ্ছে। আর এদের মধ্যে যুবকের সংখ্যা ৯০%একথা সত্য যে ওভার স্পিডের জন্য শাস্তিমুলক ব্যবস্থা রয়েছে। কিছু কারনে এর কোন প্রয়োগ হয় না বিধায় চালকেরা বেপরোয়া ভাবে চলছে। এটা শুধু বিপদজনক নয় বরং জীবন হানির কারন ও বটে। যদি আইনের যথাযথ প্রয়োগ করা হয়। তাইলে এসব দূঘটনা থেকে কিছুটা হলেও বাঁচা যাবে।যায় জন্য প্রয়োজন জনসচেতনতা।

আপনার মন্তব্য লিখুন:অন্যান্য বিভাগ