banner-ad
lakshmipurtimes

প্রতিনিধি নেবে মোহনা নিউজ


অক্টোবর ২৫, ২০১৭, ০৪:২১ পিএম

ডেস্ক রিপোর্টঃ

লক্ষ্মীপুর টাইমস অ - ..... অ+


প্রতিনিধি নেবে মোহনা নিউজ

প্রতিনিধি নিচ্ছে মোহনা নিউজ। অনলাইন নিউজপোর্টাল মোহনা নিউজ ডটকম এ লক্ষ্মীপুরের প্রতিটি উপজেলায় প্রতিনিধি নেবে। হতে পারেন আপনি যে কোনো বড় ধরনের ঘটনা দ্রুত মোবাইলে টাইপ করতে। যে কোনো ঘটনাস্থলে পৌঁছে ছবি ও ভিডিও দ্রুত অফিসে পাঠাতে ? তাহলে প্রস্তুুতি নিন আপনার উপজেলা থেকে মোহনা নিউজে প্রতিনিধিত্ব করার। জেলার প্রতিটি উপজেলায় প্রতিনিধি নেবে মোহনা নিউজ ডটকম। উপরোক্ত বিষয়গুলোতে আপনি নিজেকে পারদর্শী মনে করলে আজই আপনার বায়োডাটা (সিভি) সড়যড়হধহবংিফবংশ@মসধরষ.পড়স জমা দিতে পারেন। শিক্ষাগত যোগ্যতা : কমপক্ষে স্নাতক। অভিজ্ঞতা : কমপক্ষে এক বছর দেশের যে কোনো জাতীয়/ স্থানীয় পত্রিকায় কাজে অভিজ্ঞতা থাকতে হবে। আলোচনা সাপেক্ষে সম্মানি দেওয়া হবে। অফিস: রতন প্লাজ (৩য় তলা), চকবাজার, লক্ষ্মীপুর। মোবাইল: ০১৯৬৯-৬৬৭৮৭৯।

আপনার মন্তব্য লিখুন:অন্যান্য বিভাগ