banner-ad
lakshmipurtimes

মাহবুব আলম এর অবাক ঘুড়ি


সেপ্টেম্বর ২৪, ২০১৮, ১০:২৯ পিএম

মাহবুব আলম

লক্ষ্মীপুর টাইমস অ - ..... অ+


মাহবুব আলম এর অবাক ঘুড়ি

উড়ছে ঘুড়ি, রঙ্গিন ঘুড়ি
মেঘলা আকাশ জুড়ে
যাচ্ছে এদিক যাচ্ছে ওদিক
আসছে ভবগুরে
হাওয়ার সাথে দুলছে আর
ভাবছে কত কিছু
ভাবছে আমি ঘুরছি শুধু
তারই পিছু পিছু
সে যে বলে আকশ আমার
হাওয়ায় আমার সব
তারই জোরে এলোমেলো
বাড়াই কলরব
বেপরোয়া হয় সে যখন
দিই যে আমি টান
সে বলে ভাই ভূলেই গেলাম
ধাধা আমার কান। 

আপনার মন্তব্য লিখুন:অন্যান্য বিভাগ