banner-ad
lakshmipurtimes

লক্ষ্মীপুরে মহাসড়কে ‘নিসচা’র জনসচেতনতামূলক লিপলেট বিতরণ


জুন ২৬, ২০১৮, ০৬:৩০ পিএম

নিজস্ব প্রতিনিধি

লক্ষ্মীপুর টাইমস অ - ..... অ+


লক্ষ্মীপুরে মহাসড়কে ‘নিসচা’র জনসচেতনতামূলক লিপলেট বিতরণ

লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতামূলক প্রচার লিপলেট বিতরণ করা হয়েছে।  ‘পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয়’ এ স্লোগানে মঙ্গলবার (২৬ জুন) বিকালে ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) চন্দ্রগঞ্জ থানা শাখা এ কর্মসূচির আয়োজন করে। এ সময় জেলার চন্দ্রগঞ্জ পশ্চিম বাজার মহাসড়কে ঘন্টাব্যাপী বিভিন্ন যানবাহনের চালক, হেলপার, যাত্রীসাধারণ এবং পথচারীদের মধ্যে সচেতনতামূলক এ লিপলেট বিতরণ করা হয়।

লিপলেট বিতরণের এই প্রচারাভিযানে অংশগ্রহণ করেন, চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান খাঁন, ‘নিসচা’ আন্দোলনের জেলা আহ্বায়ক অধ্যাপক কার্তিক রঞ্জন সেনগুপ্ত, চন্দ্রগঞ্জ শাখার আহ্বায়ক মো. আলী হোসেন, সদস্য সচিব মো. বাবুল হোসেন, চন্দ্রগঞ্জ থানার এসআই মো. জাকির হোসেন, এএসআই মিজানুর রহমান, নিসচা’ চন্দ্রগঞ্জ শাখার যুগ্ম আহ্বায়ক সমীর কর্মকার প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন, নিসচা’ চন্দ্রগঞ্জ থানা শাখার সিনিয়র সদস্য বাবু গৌতম চন্দ্র মজুমদার, সামছুল আলম বিত্ত, চন্দন কর্মকার, রাকিব হোসেন আপ্র, সোহাগ হোসেন আরাবি, তানভীর আহমেদ রিমন, নাহিদা আফরোজ, ইয়াছিন আরাফাত সজিব, ফারভেজ আলম, আকরাম হোসেন সোহেল, নুরহোসেন রাব্বী, আবু হায়হান, সাইফুল ইসলামসহ  অন্যান্য সদস্যবৃন্দ।

আপনার মন্তব্য লিখুন:অন্যান্য বিভাগ