banner-ad
lakshmipurtimes

রামগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১০


সেপ্টেম্বর ১১, ২০১৮, ০৫:৫৪ পিএম

রামগঞ্জ সংবাদদাতা

লক্ষ্মীপুর টাইমস অ - ..... অ+


রামগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১০

লক্ষ্মীপুরের রামগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে রামগঞ্জ সরকারী হাসপাতালে ভর্তি করেছে। ঘটনাটি ঘটেছে সোমবার রাত ৯টায় উপজেলার ৬নং লামচর ইউনিয়নের উত্তর লামচর গ্রামের শামা মসজিদের সামনে। সৃষ্ট ঘটনায় আজ মঙ্গলবার সকালে লামচর ছোট বেপারী বাড়ির নুরুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম ও একই গ্রামের চার বাড়ির সেকান্তর ভূঁইয়ার ছেলে আবদুল কাদের বাদী হয়ে রামগঞ্জ থানায় পাল্টা-পাল্টী অভিযোগ দায়ের করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৯ সেপ্টেম্বর বিকেলে রামগঞ্জ উপজেলার লামচর হাইস্কুল মাঠে আজিমপুর প্রিমিয়াম স্পোটিং ক্লাব ও স্বদেশপ্রেম স্পোটিং ক্লাবের মধ্যে প্রীতি ফুটবল টূর্নামেন্টের খেলা অনুষ্টিত হয়। ওই খেলাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে হাতাহাতি হয়। এর জের ধরে সোমবার রাতে লামচর গ্রামের দুই গ্রুপের সংঘষের্র সূত্রপাত হয়। সংঘর্ষে লামচর গ্রামের আবদুল কাদের, মোঃ মোহন, মোঃ রায়হান, মোঃ সাইফুল ইসলাম, রুবেল পাটোয়ারী, কাদের হোসেন, নুরুল ইসলাম, মোঃ রাজু সহ ১০ জন আহত হয়। খবর পেয়ে রামগঞ্জ ফাড়ি থানার এসআই মাহে আলমসহ একদল পুলিশ ঘটনাস্থল উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো: তোতা মিয়া জানান, দুইপক্ষের অভিযোগ পেয়েছি । তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মন্তব্য লিখুন:অন্যান্য বিভাগ