banner-ad
lakshmipurtimes

রায়পুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু


সেপ্টেম্বর ২৮, ২০১৮, ০৩:৪০ পিএম

মো: আবদুল কাদের

লক্ষ্মীপুর টাইমস অ - ..... অ+


রায়পুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লক্ষ্মীপুরের রায়পুরে পুকুরের পানিতে ডুবে মুনতাহা (৪) নামে এক শিশুর কুরুন মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ সেপ্টেম্বর ) সকালে উপজেলার ৭ নং বামনী ইউনিয়নের ৯ নং ওয়ার্ড মধ্য সাগরদী গ্রামে আমির উদ্দীন সওদাগর বাড়ী (ইয়াছিন হাজীর পোল সংলগ্ন নতুন) বাড়ীতে এ ঘটনা ঘটে।

নিহত মুনতাহা একই গ্রামের বাসিন্দা ও প্রাবাসী হান্নানের ১ম সন্তান। এ ঘটনায় পরিবার স্বজনদের পাশাপাশি গ্রামবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে। মুনতাহা বামনী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের আমির উদ্দীন সওদাগর বাড়ির প্রাবাসী হান্নানের মেয়ে।

শোকাহত মাতা নাছরিন বেগম জানান, দুপর ১২টা ১৫ মিনিটের দিকে আমি রান্নাঘরে পারিবারিক কাজে ব্যাস্থ থাকার সময় শিশুটি ঘর থেকে বের হয়ে যায়।

খোঁজাখুঁজির এক পর্যায়ে রান্নাঘরের পাশে পুকুরে শিশুটিকে ভেসে থাকতে দেখে এলাকার লোকজন শিশুটিকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

আপনার মন্তব্য লিখুন:অন্যান্য বিভাগ