banner-ad
lakshmipurtimes

নিখোঁজ আলী আহমদের খোঁজ চায় তার পরিবার


জুলাই ২৪, ২০১৮, ০৪:১১ পিএম

নিজস্ব প্রতিনিধি

লক্ষ্মীপুর টাইমস অ - ..... অ+


নিখোঁজ আলী আহমদের খোঁজ চায় তার পরিবার

নিখোঁজ লক্ষ্মীপুর সদর উপজেলা ২০ নং চরচমনী মোহন ইউনিয়নের হাজী আলী আহমদ মিয়া। তিনি চররমনী মোহন ইউনিয়ন ০৮ নং ওয়ার্ড জনতা বাজার সংলগ্ন হাজী আলী আহমদ মিয়া বাড়ীর মৃত সেকান্তর আলীর পুত্র।
এ ব্যাপারে লক্ষ্মীপুর সদর থানায় নিখোঁজ আলী আহমদের পুত্র মোঃ নুরুল ইসলাম বাদী হয়ে গত ১৬/৭/২০১৮ ইং তারিখে সাধারন ডায়েরি দায়ের করেন। যার সাধারন ডায়েরি নং-৭০৯। সাধারন ডায়েরী সুত্রে জানা যায়, গত ১৪/৭/২০১৮ ইং সকালে হাজী আলী আহমদ মিয়া বাড়ী থেকে চৌমুহনীর উদ্দ্যশে যাত্রা করেন।
লক্ষ্মীপুর থেকে চৌমুহনীর উদ্দ্যেশে যাত্রা হয়ে অদ্যবধি বাড়ী ফিরে যায়নি তিনি। তার পুত্র মোঃ নুরুল ইসলাম বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়ীতে খোজঁ নিলেও খবর মিলেনি। পরবর্তীতে লক্ষ্মীপুর সদর থানায় একটি সাধারন ডায়েরী দায়ের করেন মোঃ নুরুল ইসলাম।

নিখোঁজ আলী আহমদের পুত্র নুরুল ইসলাম বলেন, কোন সহৃদয়বান ব্যক্তি তার পিতার খোঁজ দিতে, পারলে উপযুক্ত সম্মান করা হবে। যোগাযোগের জন্য ০১৭৩৩৬৭৩২৬৩, ০১৬২৮২০০৪৯০ মোবাইল নাম্বার। উল্লেখ্য, নিখোঁজ আলী আহমদ চররমনী মোহন ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম শিপনের দাদা।

আপনার মন্তব্য লিখুন:অন্যান্য বিভাগ