রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ফুটপাতে বসবাসকারীদের মাঝে শীতবস্ত্র বিতরন করেছে লক্ষ্মীপুরের ইশতিয়াক। শনিবার রাতে ধানমন্ডি ও আশেপাশের এলাকার প্রায় ৫০জন পথবাসীকে এ শীতবস্ত্র প্রদান করে সে। ইশতিয়াক লক্ষ্মীপুুর শহরের সাবেক উপজেলা চেয়ারম্যান মহিউদ্দীন বকুলের ছেলে ও জেলা ছাত্রলীগের সাবেক সদস্য। সে ঢাকা বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ পাবলিক কলেজে অধ্যায়নরত।
ইশতিয়াক বলে, `আদি হতে অন্ত রবে বন্ধুত্বের বৃত্ত এই শ্লোগানকে সামনে রেখে আমাদের শীতার্ত মানুষগুলোর জন্য যতটুকু সম্ভব আমাদের সাধ্য মতো সাহায্য করা উচিত, যে যেভাবেই হোক (টাকা দিয়ে হোক বা পুরাতন কাপড়-চোপড় দিয়ে হোক) এই সকল শীতার্ত মানুষগুলোর পাশে দাঁড়াবো/ দাঁড়াবেন এটাই আমার কামনা।