লক্ষ্মীপুর -৪ আসনে একাদশ সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী দল (বিএনপি)র দলীয় ফরম সংগ্রহ করেন সাবেক ডাকসু ও কেন্দ্রীয় নেতা মো: হারুনুর রশীদ।
বুধবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় তিনি নয়াপল্টন বিএনপি’র কেন্দ্রীয় অফিস থেকে দলীয় মনোনয়ন নিতে ফরমটি সংগ্রহ করেন। হারুন রামগতি চর বাদাম ইউনিয়নের কলাকোপা এলাকার মোঃ ইসমাইল মিয়ার পুত্র।
তার সাথে আলাপকালে জানান, লক্ষ্মীপুর -৪ (রামগতি-কমলনগর) একটি নদী ভাঙন কবলিত এলাকা। মেঘনার ভাঙনে বিগত কয়েক বছরে অনেক এলাকা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। মেঘনার ভাঙনে ভিটা-মাটি হারিয়ে নিঃস্ব হয়েছেন হাজার হাজার মানুষ। নদী ভাঙন আর প্রকৃতির সাথে যুদ্ধ করেই এখানকার মানুষ প্রতিদিন বেঁচে থাকার স্বপ্ন দেখে।
তিনি আরও বলেন, দীর্ঘদিন ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম । ১৯৯০ "স্বৈরাচার বিরোধী আন্দোলন" করেছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল আন্দোলন সংগ্রামে সব সময় কাজ করেছি। বর্তমান সরকারে হামলা-মামলার শিকার হয়েছি। ।দেশমাতা বেগম জিয়ার মুক্তি জন্য আন্দোলন করছি। সবসময় রামগতি-কমলনগর এলাকার নির্যাতিত নেতা-কর্মীদের খোজ খবর নিচ্ছি।
নমিনেশন নিতে দলীয় ফরম সংগ্রহ করেছি। আশা করি দল আমার দীর্ঘ দিনের ত্যাগের মূল্যায়ন করবে।