
নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে বরযাত্রী বাহী নৌকা ডুবির এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। আজ
মঙ্গলবার (১৫ ডিসেম্বর) নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার চেয়ারম্যান ঘাট থেকে ঢালের চরে যাত্রা
করে মাঝে পথে বর যাত্রী বাহী নৌকাটি ডুবে যায়। ওই ট্রলারে আনুমানিক ১০০ এর ওপর যাত্রী ছিল, এ রিপোর্ট
লেখা পর্যন্ত ৫ জনের লাশ উদ্ধার করা হয়।
এদের মধ্যে ১জন মহিলা ও ২জন শিশু বাচ্চা। বাকিদের উদ্ধার কাজ অব্যাহত আছে। ঘটনাস্থলে পুলিশ, কোস্টগার্ড সহ উদ্ধারকারী সংস্থার সদস্যরা উপস্থিত রয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্র মতে, বরযাত্রীর নৌকায় শতাধিক যাত্রী বহন করছিল। যা ওই নৌকায় ধারণক্ষমতার দিগুণ বলে ধারনা করা হচ্ছে। অতিরিক্ত যাত্রী বহনের কারনে এমন দুর্ঘটনা ঘটে থাকতে পারে উদ্ধাকারীরা প্রাথমিক ভাবে ধারণা করছে।
আপনার মতামত লিখুন :