
করোনাভাইরাস সংক্রমণ রোধে চলমান প্রাথমিক বিদ্যালয় ছুটির সময় শিক্ষার্থীদের লেখাপড়ার ধারাবাহিকতা রক্ষার জন্য ' সংসদ বাংলাদেশ টেলিভিশন ' এ বিষয়ভিত্তিক পাঠদান কর্মসূচি 'ঘরে বসে শিখি' গ্রহণ করা হয়েছে। প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য নির্দিষ্ট রুটিন অনুযায়ী আগামী ৭এপ্রিল এ কার্যক্রমের সম্প্রচার শুরু হবে।
রোববার (৫ এপ্রিল) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জনসংযোগ কর্মকর্তা রবীন্দ্রনাথ রায় এ তথ্য নিশ্চিত করেছেন।
পাঠদান কার্যক্রম বিকাল ২ঘটিকায় শুরু হয়ে শেষ হবে বিকাল ৪ ঘটিকায়। প্রতিটি বিষয়ে পাঠদান ২০ মিনিট পর্যন্ত চলবে। টেলিভিশনে পাঠদানকারী শিক্ষক শ্রেণি পাঠ শেষে পাঠদানকৃত বিষয়ের উপর বাড়ির কাজ দিবেন। শিক্ষার্থীরা প্রত্যেক বিষয়ের জন্য আলাদা খাতায় তারিখ অনুযায়ী বাড়ির কাজ সম্পন্ন করবে এবং বিদ্যালয় খোলার পর সংশ্লিষ্ট শিক্ষকের নিকট জমা দিবে।
আপনার মতামত লিখুন :