
লক্ষ্মীপুর সদর নিবাসি তরুন উদিয়মান নির্মাতা ইসতিয়াক মঞ্জুর আজ (৩ আগষ্ট) জন্মদিন।
তিনি দীর্ঘ ৮ বছর যাবৎ মিডিয়ার সাথে জড়িত রয়েছেন। তিনি কালার মাইন্ড প্রডাকশন হাউজের প্রডিউচার হিসেবে কমর্রত রয়েছেন।
তিনি গ্যারেজ মিডিয়ার অন্যতম প্রতিষ্ঠাতা। তাদের প্রতিষ্ঠান মূলত বিজ্ঞাপন নির্মাণ করে।
তিনি বিবিএ ও এমবিএ সম্পূর্ন করে চাকুরি না করে সৃজনশীল কাজকে বেচে নিয়েছেন। চাকুরি করার চেয়ে তিনি উদ্যোক্তা হিসেবে নিজকে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে মনযোগী। লক্ষ্মীপুরটাইমস্ এর পক্ষ থেকে তরুন এ নির্মাতার জন্য শুভ কামনা ও জন্মদিনের শুভেচ্ছা।
আপনার মতামত লিখুন :