
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় সাপের কামড়ে মেঘনা নদীর জোয়ারে পানি বন্দি পরিবারের সমিরুন নেছা (৪০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) উপজেলার চর কালকিনির মতিরহাট এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় চর কালকিনি ইউনিয়নে সদস্য মেহেদী হাসান লিটন সাপের কামড়ে গৃহবধূর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
গৃহবধূ সমিরুন নেছা ওই এলাকার আবদুল কাদেরের স্ত্রী।
স্বজনরা জানান, মেঘনার অস্বাভাবিক জোয়ারে পানিবন্দি হয় ওই পরিবার। এসময় পানিতে ভেসে আসা একটি সাপ সবার অজান্তে তরকারির পাতিলে ঢুকে পড়ে।
বৃহস্পতিবার রাতে সন্তানদের নিয়ে খেতে গিয়ে তরকারি পরিবেশন করার সময় সাপে কামড় দেয়। ওই সময় জোয়ারের তীব্রতায় মতিরহাট-তোরাবগঞ্জ সড়ক ভেঙ্গে বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় গৃহবধূকে হাসপাতালে নেয়া সম্ভব হয়নি; স্থানীয় এক কবিরাজ চিকিৎসা দেন। শুক্রবার সকালে বিষক্রিয়ায় গৃহবধূর মৃত্যু হয়।
আপনার মতামত লিখুন :