
সোহেল লক্ষ্মীপুরে একটি প্রাইভেট ক্লিনিকের একজন নিম্নপদস্থ কর্মচারী। মাসিক সামান্য বেতনে কোন রকম তার সংসার চলে। বাবা মানসিক ভারসাম্যহীন। সে ছাড়া তার সংসারে কর্মক্ষম কেউ নেই। বয়স ১৭/১৮ বছর। সে প্রায়ই অসুস্থ থাকে। ডাক্তার চেক আপ করে বলেছে তার হার্টের ভিতরে ছিদ্র রয়েছে!
বর্তমানে সে ঢাকায় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি রয়েছে। ডাক্তার জানিয়েছে তার অপারেশনের জন্য দেড় থেকে দুই লাখ টাকা প্রয়োজন! তার পরিবারের পক্ষে কি সম্ভব চিকিৎসার এ বিশাল ভার বহন করা?
সম্ভব নয়। তবে আমরা সবাই মিলে চাইলে সোহেলের চিকিৎসা (অপারেশন) খরচ বহন করা সম্ভব।
তাই আসুন আমরা সবাই যে যার মত করে সোহেলের পাশে দাঁড়াই। আপনার যে কোন পরিমাণ সাহায্য পাঠাতে পারেন নিচের বিকাশ নাম্বারে।
বিকাশঃ 01729950173 (সোহেলের দুলা ভাই জুয়েল)।
যোগাযোগঃ 01685492516 (রাজু)।
আপনার মতামত লিখুন :