
ভবানীগঞ্জ চৌরাস্তার ঐতিহ্যবাহী ভবানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের মাঠে মুজিব শতবর্ষ এলইডি টিভি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ভবানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ২০০৫ ব্যাচ ফাইনাল পর্বে উঠেছে। গতকাল (১০ ডিসেম্বর) লক্ষ্মীপুর রাইজিং স্টার ক্লাবের বিপক্ষে জয় পায় ভবানীগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় ২০০৫ ব্যাচ। এ দলের হয়ে খেলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড় লিংকন সহ আরো ২জন তারকা খেলোয়াড়। আগামী ১৬ই ডিসেম্বর বিকেল ৩টা উক্ত টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
ভবানীগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ২০০৫ ব্যাচের প্রাক্তন ছাত্রদের সমন্বয়ে হয় এই টিম। তারা বিভিন্ন সময় এলাকার বিভিন্ন টুর্নামেন্টে অংশ গ্রহণ করে আসছে এবং সফলতার স্বাক্ষরও রাখছে। এবারো তারা শিরোপার খুব কাছাকাছি।
উল্লেখ্য এই টুর্নামেন্টের আয়োজক অত্র এলাকার সুনামধন্য অনির্বান ক্লাব। অনির্বান ক্লাবের এই সুন্দর আয়োজনকে এলাককবাসী সাদরে গ্রহণ করেছে।
আপনার মতামত লিখুন :